Welcome to Amar Bangladesh Foundation

About

Amar Bangladesh Foundation

Amar Bangladesh Foundation was established with eight objectives for the development and promotion of service to the motherland Bangladesh. Honest and good citizen , environmental development and cleanliness, tree planting and beauty enhancement, education and skill development, assistance to food and the poor, medical and health care, social development and infrastructural development are the main activities of Amar Bangladesh Foundation. Amar Bangladesh Foundation will conduct the following 8 activities throughout the country.

Only honest and good citizens of Bangladesh can be members of this Foundation. Membership can be obtained through a brief sentence of Amar Bangladesh Foundation. Membership will be terminated if to break the terminated.

To carry out the activities of Amar Bangladesh Foundation, activities and services will be provided to the members of the Foundation by forming a unit in a geographical area or in a ward or at a union level or in educational institutions. Each unit will conduct 8 activities of Amar Bangladesh Foundation in that area.

Amar Bangladesh Foundation is a voluntary organization. Members of this Foundation will be dedicated to the patriotism and welfare of the people.

Citizens of Bangladesh Wherever you are, let me take my Bangladesh membership today to help our motherland to develop Bangladesh and to engage in the service of the people. Change yourself, change society and incorporate yourself as a warrior in building a better Bangladesh. Involve yourself in country service for Amar Bangladesh Foundation for a beautiful tomorrow.



আমার বাংলাদেশ ফাউন্ডেশন

মাতৃভূমি বাংলাদেশের উন্নয়ন সেবায় আত্মনিয়োগের জন্য ৮টি উদ্দেশ্য নিয়ে আমার বাংলাদেশ ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয়। সৎ সুনাগরিক তৈরি, পরিবেশ উন্নয়ন পরিচ্ছন্নতা, বৃক্ষ রোপন সৌন্দর্য বর্ধন, শিক্ষা দক্ষতা উন্নয়ন, খাদ্য হতদরিদ্রকে সহায়তা, চিকিৎসা সাস্থ্য সেবা, সামাজিক উন্নয়ন অবকাঠামোগত উন্নয়ন আমার বাংলাদেশ ফাউন্ডেশনের মূল কর্মপরীধি। সমগ্র বাংলাদেশে উল্লেখিত ৮টি কার্যক্রম পরিচালিত করবে আমার বাংলাদেশ ফাউন্ডেশন।

বাংলাদেশের প্রকৃত নাগরিক শুধুমাত্র এই ফাউন্ডেশনের সদস্য হতে পারবেন। আমার বাংলাদেশ ফাউন্ডেশনের পথ বাক্য পাঠের মাধ্যমে সদস্য পদ লাভ করা যাবে। শপথ ভঙ্গ করলে সদস্যপদ বাতিল হবে।

আমার বাংলাদেশ ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনার জন্য ফউন্ডেশনের সদস্যদের নিয়ে একটি নির্দিষ্ট জনসমষ্টি চিহ্নিত ভৌগলিক এলাকায় বা কোন ওয়ার্ডে অথবা ইউনিয়ন পর্যায়ে অথবা শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ইউনিট গঠনের মাধ্যমে কার্যক্রম সেবা প্রদান করা হবে। প্রত্যেক ইউনিট এলাকায় আমার বাংলাদেশ ফউন্ডেশনের নির্ধারিত ৮টি কর্মকান্ড পরিচালনা করবে।

আমার বাংলাদেশ ফাউন্ডেশন একটি সেচ্ছাসেবী প্রতিষ্ঠান। দেশপ্রেম মানুষের কল্যানে এই ফাউন্ডেশনের সদস্যগণ নিবেদিত থাকবে।

বাংলাদেশের নাগরিক আপনি যেখানেই থাকুন আসুন আপনার মাতৃভূমী বাংলাদেশের উন্নয়নে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে আজই আমার বাংলাদেশ ফাউন্ডেশনের সদস্য পদ গ্রহন করুন। পরিবর্তন করুন নিজেকে, পরিবর্তন করুন সমাজকে এবং উন্নত বাংলাদেশ গঠনে নিজেকে যোদ্ধা হিসাবে সামিল করুন। একটি সুন্দর আগামীর বাংলাদেশের জন্য আমার বাংলাদেশ ফাউন্ডেশনের  হয়ে দেশ সেবায় নিজেকে আত্মনিয়োগ করুন।