আমার বাংলাদেশ ফাউন্ডেশনের সকল পর্যায়ের সদস্য যেমন- কার্যনির্বাহী সদস্য, উপদেষ্টা সদস্য, আজীবন সদস্য, ইউনিট বা সাধারণ সদস্য, স্কোয়াড বা সহযোগী সদস্যগণ একজন দেশপ্রেমিক নীতিবান মানুষে পরিণত হবেন। ফাউন্ডেশনের একজন সদস্য হবে বিনয়ী, সদালাপী, ভদ্র, নম্র, ধৈর্য্যশীল হবে। যার মধ্যে থাকবেনা কোন প্রকার হিংসা, প্রতিহিংসা, রাগ, ক্ষোভ, ঘৃণা, বিদ্ধেষ। থাকবেনা কোন অন্যায় অবিচার অসামাজিকতা। একজন সদস্য হবেন বিবেকবান, ন্যায় বিচারক ও নেতৃত্ব প্রদানকরী। ঘুষ, দূর্নীতি, অর্থপাচার, অন্যের বা সরকারী সম্পতি আত্মসাৎ ইত্যাদি কোন প্রকার অন্যায় তাকে স্পর্শ করবেনা। যিনি সকল প্রকার লোভ লালসার উর্দ্ধে থাকবে। যে কোন পরিস্থিতি ধৈর্য্যরে সাথে মোকাবেলা করবেন তিনি। কেউ রেগে গেলে তিনি হাসিমূখে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করবেন। একজন সদস্যের থাকবে সকল ক্ষেত্রে ছাড় দেওয়ার মানসিকতা। দেশের জন্য, দেশের সেবায় মানুষের সেবায়, দেশের উন্নয়নে সর্বদা যিনি স্বেচ্ছা সেবা দিতে প্রস্তুত থাকবেন। সমাজের কলহ, বিবাদ মিটিয়ে দিবেন। দেশের উন্নয়ন ও সেবায় ফাউন্ডেশনের কার্যক্রমে সর্বদা নিজেকে ব্যস্ত রাখবেন। রাস্তাঘাট পরিস্কার, পরিবেশের উন্নয়ন, বৃক্ষ রোপন, সৌন্ধর্য্য বর্ধন ইত্যাদি কাজে নিজেকে দেশের স্বেচ্ছা সেবক হিসাবে পরিণত করবেন। সমাজের বিশৃংখলা, কুসংস্কার, মারামারি, হানাহানী, কোন্দল ইত্যাদি নিরসনে সক্রিয় ভূমিকা রাখবেন। অতি মুনাফা অর্জন, রাতারাতি অর্থশালী, সম্পদশালী, ক্ষমতালোভ তাকে কখনো স্পর্শ করবে না।